ঈদ-উল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার ওয়ারীর গ্লোরিয়াস বিউটি কেয়ার অ্যান্ড স্পা‘তে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে।
নারীদের ফেসিয়াল এবং চুল কাটার ওপর ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় ৩০ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়া থাকছে ব্রাইডাল অফার।
এই ব্রাইডাল অফারে থাকছে বউ সাজার বিশেষ প্যাকেজ। গায়ে হলুদের সাজ ৬ হাজার থেকে ৮ হাজার টাকায় করা হচ্ছে।
প্যাকেজ-১-এ বউ সাজ, গোল্ড ফেসিয়াল, পার্টি মেকআপে ৮ হাজার টাকা। প্যাকেজ ২-এ এক্সক্লুসিভ বউ সাজ, হোয়াইটনিং ফেসিয়াল, পার্টি মেকআপে ১০ হাজার টাকা। প্যাকেজ-৩-এ ম্যাকের মেকআপ দিয়ে গ্লোরিয়াস ব্রাইডাল মেকআপ, গ্লোরিয়াস ফেসিয়ালসহ পার্টি মেকআপ ১৬ হাজার টাকা। প্যাকেজ-৪-এ পার্টি মেকআপ, হেয়ার স্টাইল, শাড়িসহ ১৫ হাজার টাকা।
যোগাযোগ: গ্লোরিয়াস বিউটি কেয়ার অ্যান্ড স্পা, ১৫/২ র্যাংকিং স্ট্রিট, ওয়ারী (ওয়ারী পোস্ট অফিসের পাশে)।
গ্লোরিয়াস বিউটি কেয়ার অ্যান্ড স্পা’র বিউটি কনসালট্যান্ট শান্ত্বনা ইসলাম বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি কম টাকায় ভালো সেবা দেওয়ার।’
গ্লোরিয়াস বিউটি পার্লারে ৩০ শতাংশ ছাড়
Reviewed by ANDRO360
on
4:07 AM
Rating:

No comments:
ধন্যবাদ,খুব শিগ্রই reply দেওয়া হবে।