LightBlog

ত্বক পানিশূন্য করে ফাউন্ডেশন




প্রায়ই বিভিন্ন নারীদের ফাউন্ডেশন করে বাহিরে বের হতে দেখা যায়। অনেকে আবার প্রতিদিন ত্বকে ফাউন্ডেশন করেন। ফাউন্ডেশন ব্যবহার ত্বকের ছিদ্রগুলোকে ঢাকতে সাহায্য করে এবং সূর্য থেকে ত্বককে রক্ষা করে। তবে এটি ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় এবং ত্বককে পানিশূন্য করে ফেলে।
তাই প্রতিদিন ফাউন্ডেশন ব্যব্হারের আগে একটু সতর্ক হোন। এ ক্ষেত্রে ফাউন্ডেশন ব্যবহারের আগে ও পরে কিছু ব্যবস্থা নেওয়া জরুরি।
ফাউন্ডেশন ব্যবহারের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এমনকি তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
তৈলাক্ত ত্বক হলে ব্যবহার করতে পারেন ওয়াটার বেজ ময়েশ্চারাইজার। আর শুষ্ক ত্বকে ব্যবহার করতে পারেন অয়েল বেজ ময়েশ্চারাইজার। এরপর ফাউন্ডেশন ব্যবহার করুন। 
ত্বক পানিশূন্য করে ফাউন্ডেশন ত্বক পানিশূন্য করে ফাউন্ডেশন Reviewed by ANDRO360 on 4:09 AM Rating: 5

No comments:

ধন্যবাদ,খুব শিগ্রই reply দেওয়া হবে।

LightBlog