LightBlog

ত্বককে সুন্দর করতে সাহায্য করে মধু




কে কতটা সুন্দর হয়ে উঠবেন তা অনেকটাই নির্ভর করে গোসলের উপর। প্রতিদিন নিয়ম করে গোসল করলে শরীরের সব ক্লান্তি দূর হয়। সেই সঙ্গে স্ট্রেস কমে এবং অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি পায়। গোসলের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক কোথায়? পানির সাথে বিশেষ কিছু উপাদান মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করলেই আপনার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে।
কী কী উপাদান মেশাতে হবে, চলুন জেনে নেয়া যাক সেসব উপাদান গুলো সম্পর্কেঃ
মধু:
অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যার ফলে ত্বককে সুন্দর করতে নানাভাবে সাহায্য করে মধু। যদি নরম তুলতুলে, ফর্সা ত্বক পেতে চান, তাহলে প্রতিদিন হালকা গরম জলে ১০-১২ চামচ মধু মিশিয়ে গোসল করুন। মধু মিশ্রিত পানিতে গোসল করলে ত্বকের আদ্রতাও বৃদ্ধি পায়।
ওয়াইন:
ওয়াইনে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ, যা ত্বকের বয়স কমিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে। তাই তো প্রতিদিন এক বালতি পানিতে ৫-৮ চামচ ওয়াইন মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করুন। তবে ওয়াইন মেশানোর সাথে সাথেই গোসল করবেন না। কিছুক্ষন পরে গোসল করে নিবেন। তাহলেই দেখতে পাবেন, কিছু দিনের ভিতর ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
দুধ:
দুধে উপস্থিত ভিটামিন এবং প্রোটিন ত্বককে উজ্জ্বল করে। সেই সঙ্গে ত্বকের আদ্রতা বজায় রেখে নানা ধরনের ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায়। এক বালতি হালকা গরম পানিতে ১ কাপ দুধ মিশিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করে তারপর সেই পানি দিয়ে গোসল করে নিন।
লবণ:
সাধারণ লবণ নয়, গোসলের জন্য ব্যবহৃত লবণ বা বাথিং সল্ট পানিতে মিশিয়ে গোসল করলে ত্বকের রুক্ষতা দূর হয়। সেই সঙ্গে ত্বকের উপরিঅংশে জমে থাকা মৃত কোষ এবং ময়লা পরিষ্কার করে ত্বক সুন্দর করে তুলে। ২-৩ চামচ বাথিং সল্ট পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে গোসল করতে হবে।
গ্রিন-টি:
গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের পাশপাশি চুলের সৌন্দর্যও বৃদ্ধি করে। যারা অপরূপ সুন্দরী হয়ে উঠতে চান, তারা আজ থেকেই অল্প করে গ্রিন টি মেশানো পানিতে গোসল করা শুরু করুন। যেদিন স্ট্রেস খুব বেশি থাকবে, সেদিন গ্রিন-টি দিয়ে গোসল করবেন। ফলে মানসিক চাপ নিমেষেই কমে যাবে। সূত্রঃ বোল্ডস্কাই।
ত্বককে সুন্দর করতে সাহায্য করে মধু ত্বককে সুন্দর করতে সাহায্য করে মধু Reviewed by ANDRO360 on 4:16 AM Rating: 5

No comments:

ধন্যবাদ,খুব শিগ্রই reply দেওয়া হবে।

LightBlog