চুলের যত্নে অনেকেই বিভিন্ন ধরনের তেল ব্যবহার করেন। কেউ কেউ চিটচিটে ভাবের জন্য চুলে তেল দিতে চান না। এটি একদমই ঠিক নয়। চুলের যত্নে নিয়মিত তেল দেয়া জরুরি। কারণ চুলে পুষ্টি যোগাতে তেলের বিকল্প নেই। আমরা সাধারণত বাজারের নারকেল তেল, বাদাম তেল ব্যবহার করে থাকি। চুল পড়া রোধ করতে বেশ কার্যকর আমলকীর তেল। চলুন জেনে নেই এই তেল কীভাবে তৈরি করবেন।
এক কাপ নারকেল তেল ও শুকনো আমলকী নিন। নারকেল তেল ৪-৫ মিনিট জ্বাল দিন। এর সাথে শুকনো আমলকী দিয়ে দিন। আমলকীসহ এই তেল জ্বাল দিতে থাকুন। বাদামী রং হয়ে আসলে চুলা থেকে এটি নামিয়ে ফেলুন। এরপর তেলটি ছেঁকে আমলকী থেকে আলাদা করে নিন। তেলটি মাথায় কয়েক মিনিট ম্যাসাজ করে লাগান। সারা রাত রাখুন, পরের দিন শ্যাম্পু করে ফেলুন।
এই তেল শুধু নতুন চুল গজাতে সাহায্য করে না। মাথার তালুতে রক্ত চলাচলও বৃদ্ধি করে থাকে। আমলকী চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন।
চুল গজাতে ব্যবহার করুন আমলকীর তেল
Reviewed by ANDRO360
on
4:14 AM
Rating:

No comments:
ধন্যবাদ,খুব শিগ্রই reply দেওয়া হবে।