LightBlog

চুলপাকা রোধের প্রাকৃতিক উপায়




চুলপাকা নিয়ে মন খারাপের অন্ত থাকে না। এখন অল্পবয়সেও অনেকের চুল পাকতে শুরু করে। এটা নিয়ে সবার মনেই অস্বস্তি যেন চরমে।
তবে কিছু প্রাকৃতিক উপায়ে চুলপাকা রোধ করা সম্ভব। এজন্য যে উপাদান লাগবে, তাহলো- ১০০ গ্রাম তিসির তেল,২টি মাঝারি মাপের পাতিলেবু,২ কোয়া ছোট রসুন এবং ৫০০ গ্রাম মধু। এ উপাদানগুলোর মিশ্রণ দুই সপ্তাহ খেলে ভালো ফল পাওয়া যায়।
মিশ্রণ তৈরির নিয়ম
একটি লেবু খোসা ছাড়ানো আর অন্যটি ছোট ছোট টুকরো করতে হবে। এরপর রসুন ও লেবু মিশিয়ে পেস্ট করে নিন। পেস্ট করার সময় কোনোভাবেই পানি মেশানো যাবে না।
এখন এ মিশ্রণের সঙ্গে তিসির তেল এবং মধু দিয়ে ফের ভালো করে মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি একটি পরিষ্কার এয়ার টাইট (বাতাস ঢোকে না এমন) কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। এর একদিন পর মিশ্রণটি খাওয়ার উপযাগী হবে।
রোজ খাওয়ার আধাঘণ্টা আগে তিনবার এক চামচ করে খাবেন। এজন্য কাঠের চামচ ব্যবহার করবেন।
এভাবে মিশ্রণটি খেলে সপ্তাহ দুয়েকের মধ্যেই পার্থক্যটা বোঝা যাবে। মিশ্রণটি নিয়মিত খেলে পাকা চুল ফের কালো হয়ে উঠবে।
শুধু তাই নয়, মিশ্রণটি খেলে দৃষ্টিশক্তি প্রখর হবে, চুল পড়ার সমস্যা দূর হবে এবং নতুন চুল গজাবে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
চুলপাকা রোধের প্রাকৃতিক উপায় চুলপাকা রোধের প্রাকৃতিক উপায় Reviewed by ANDRO360 on 4:19 AM Rating: 5

No comments:

ধন্যবাদ,খুব শিগ্রই reply দেওয়া হবে।

LightBlog